Current Affairs
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্চ , ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।👇
1.Marshall Islands এই বছরে তাদের নতুন ডিজিটাল মুদ্রা 'SOV' লঞ্চ করতে চলেছে।
2.অবসরপ্রাপ্ত আইএএস অফিসার CLalsawta মিজোরামের নবনির্মিত লােকায়ুক্তার প্রথম চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন।
3.সাবেক হিন্দি সংবাদ-পরিবেশক বিনােদ কাশ্যপ ৮৮ বছর বয়সে মারা গেলেন।
4. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিল্লির রাষ্ট্রপতি ভবনে ৪৭ জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন এবং বাকিদের প্রদান করবেন ১৬ই মার্চ।
5.বাতাস থেকে সরাসরি জল উপাদন করতে “NERO” নামে একটি ডিভাইস তৈরী করলাে IIT-মাদ্রাজ।
6.২০১৯ লোকসভা নির্বাচন শুরু হবে ১১ই এপ্রিল থেকে।
7. প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Mohammad Shtayyeh।
8. Citibank India -এর CEO পদে নিযুক্ত হলেন Ashu Khullar।
9.মিজোরামের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হলেন জগদীশ মুখী।
10.মহারাষ্ট্র সরকার নির্মাণ শ্রমিকদের জন্য সস্তা এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহের জন্য 'অটল আহার যােজনা' চালু করেছে।
বিভিন্ন বিষয়ের জনক :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/blog-post_4.html
11.ভাইজ্যাগ মেট্রো রেলওয়ে প্রেজেক্টের জন্য ৪,১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ' Korea Exim Bank'।
12. পারমানবিক ডুবাে জাহাজের জন্য ভারত ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করলাে রাশিয়ার সঙ্গে।
13.পােলিও রােগ প্রতিরােধে কেন্দ্র সরকার লঞ্চ করলাে Pulse Polio Programme 2019।
14.সৌদি আরবের বিদেশমন্ত্রী Adel bin Ahmed Al-Jubeir নিউ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সঙ্গে সাক্ষাত করলেন।
15.Monster Salary Index অনুযায়ী ভারতের মহিলারা পুরুষদের থেকে ১৯% কম উপার্জন করেছে।
16. Barbie Role Model-এর জন্য মনােনীত হলেন দীপা কর্মকার।
17. অরুণ জেটলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর উল্লেখযোগ্য কিছু বক্তব্য সমন্বিত 'Sabka Saath Sabka Vikas শিরােনামে বই রিলিজ করলেন।
18.নরেন্দ্র মােদী উত্তরপ্রদেশের নয়দাতে Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology-এর উদ্বোধন করলেন।
19.৩৪তম “আহার”-ইন্টারন্যাশনাল ফুড এন্ড হসপিট্যালিটি ফেয়ার শুরু হলাে নিউ দিল্লীর অগ্রগতি ময়দানে।
20.স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের ২০২২ পর্যন্ত কোচ হিসাবে পুনর্নিযুক্ত হলেন Zinedine Zidane।
Some Important Questions of History :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/some-important-questions-of-history.html
21. Red Flag 2019 বায়ুসেনা অনুশীলন শুরু হলাে আমেরিকা যুক্তরাষ্ট্রে।
22. Gaganaya mission-এর জন্য ISRO-এর
বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স।
23. গৃহ ও নগর মন্ত্রালয় লঞ্চ করলাে e-Earth অ্যাপ।
24.NASA প্রথমবার *All Female Spacewalk -এর আয়োজন করতে চলেছে।
25. কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু প্রকাশ করলেন Coffee Table - Healing New High Flying For All শিরােনামে একটি বই।
26. প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Mohammad Shtayyeh।
27.Finland Boxing Tournament-এ ভারত ১টি সোনা ও ৪টি রুপোর পদক জিতলাে।
28. Republic of El Salvador-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন S. Mubarak।
29. ভারত 3rd IT corridor লঞ্চ করলাে চিনে।
30. মধ্যপ্রদেশ সরকার OBC-দের সংরক্ষণ কোটা ১৪% থেকে বৃদ্ধি করে ২৭% করলাে।
31. জাপানের একজন ১১৬ বছর বয়সী বৃদ্ধা Guinness World Records-এর তরফ থেকে World's Oldest Person Alive অ্যাওয়ার্ড পেলেন।
Impression of Sailing Ship Of Paper https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_21.html
______________
Important History Notes
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের গুরুত্বপুর্ন প্রশ্ন - উত্তর নিয়ে। চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।
History Questions - Answers :-
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।
1. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।
উত্তর : বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।
3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
4. বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?
উত্তর : জোসেফ ব্যাপ্তিস্তা
5. Public Safety Act কী??
উত্তর : Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।
ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হল । https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_7.html
6. বেট্টি প্রথা কী?
উত্তর : বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।
৪. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।
9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?
উত্তর : সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।
10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর : মাদারি পাসি।
12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?
উত্তর : লাঙ্গল পত্রিকা।
13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে।
Impression of Sailing Ship Of Paper https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_21.html
14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।
15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
16. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?
উত্তর : মাতঙ্গিনী হাজরা ।
17. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?
উত্তর : সূর্যসেন ।
18. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর : লক্ষ্মী সেহগল।
19. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।
20. রশিদ আলি কে ছিলেন?
উত্তর : আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।
জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা করা হল । https://thesellingshipofpaper.blogspot.com/2019/01/blog-post_29.html
21. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর
22.. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?
উত্তর : শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।
23.. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?
উত্তর : শ্রী হরিচরণ ঠাকুরকে।
24. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।
25. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : গান্ধিজি।
________________
Important History Questions - Answers :-
Recent Articles
* ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স*
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি
মার্চ, ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স |চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।
1.প্রশ্নঃ অন্ধ্রপ্রদেশে ভারতীয় রেলের নতুন একটি জোন তৈরির সিদ্ধান্ত জানাল রেলমন্ত্রক। এর নাম সাউথ কোস্ট রেলওয়ে।' এটি ভারতের কততম রেল জোন ?
উত্তরঃ ১৮তম।
2.প্রশ্নঃ রেলওয়ে ইনফরমেশন সিস্টেম সেন্টার দ্বারা নির্মিত 'Railway-vision' ড্যাশবাের্ড কে চালু করেছে?
উত্তরঃ পিযূষ গোয়ল
3.প্রশ্নঃ জম্মু ও কাশ্মীরে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগগুলির জন্য কত শতাংশ রিজার্ভেশন অনুমােদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ?
উত্তরঃ 10 শতাংশ
4.প্রশ্নঃ নবনির্মিত Southern Coast Railway এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশাখাপাতনমে
5.প্রশ্নঃ SBI এর পরে, কোন ব্যাংক সম্প্রতি ঋণের ওপর সুদের হার কমিয়ে 0.10% করল?
উত্তরঃ পাবি ন্যাশনাল ব্যাংক ?
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/blog-post.html
6.প্রশ্নঃ ইরানে 'মাচরান কাপে' সােনা জিতলেন কোন ভারতীয় বক্সার ?
উত্তরঃ দীপক সিং
7.প্রশ্নঃ দিল্লির ইস্কনে (ISKCON) প্রধানমন্ত্রীর উদ্বোধন করা বিশ্বের বৃহত্তম ভগবদগীতার ওজন কত?
উত্তরঃ 800 কেজি
8.প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত 'Huroon' এর শীর্ষ 10 ধনী ব্যাক্তির তালিকায় কোন ভারতীয় ব্যবসায়ী
রয়েছে?
উত্তরঃ মুকেশ আম্বানি
9.প্রশ্ন: ভারতীয় রিজার্ভ ব্যাংকের 'পাবলিক ইম্প্যাক্ট অ্যাকশন' (PCA) তালিকা থেকে পাবলিক সেক্টর এলাহাবাদ ব্যাংক এবং কোন ব্যাংককে বাদ দেওয়া হয়েছে ?
উত্তর: কর্পোরেশন ব্যাংক
10.প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) শ্রীলংকার অধিনায়ক সনাথ জয়শুরিয়াকে সব ধরনের ক্রিকেট থেকে কত বছরের জন্য বাদ দিয়েছে?
উত্তরঃ 2 বছর
11.প্রশ্ন: খেলাধুলা ও ফিটনেস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য "খেলাে ভারত মােবাইল অ্যাপ" চালু
করলেন ?
উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি
12.প্রশ্ন: কোন রাজ্য সরকার 'বাংলার শিক্ষা' নামক একটি ওয়েব পাের্টাল উদ্বোধন করেছে, যা রাজ্য
পরিচালিত এবং সাহায্য প্রাপ্ত স্কুলে রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ সরকার
Recent Articles :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/recent-articles.html
13.প্রশ্ন: তাজিকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে।
উত্তরঃ ভিরাজ সিং
_____________
Recent Articles :-
Some Important Questions of History :-
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।
২. আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির
৩. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরু কে
৪. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? ১৩৯৮ সালে
৫. দিল্লির সুলতানদের মধ্যে ‘দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধি কে গ্রহণ করেন? আলাউদ্দিন খলজী
৬. মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজী
৭. দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজী
৮. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? ১৫৬৫ খ্রিস্টাব্দে
৯. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক
১০. ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? মোহম্মদ বিন তুঘলক
১১. কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহম্মদ বিন তুঘলক
১২. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ শাহ
১৩. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ সৈয়দ
১৪. সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ
১৫. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদী
১৬. দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহলুল লোদী
১৭. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদী
১৮. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ
১৯. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেশাহ
২০. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহ কে
২১. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খাঁ
২৩. আদিনা মসজিদ কে নির্মান করেন? সিকান্দার শাহ
২৪. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে? নসরৎ শাহ
২৫. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান? মালাধর বসু
২৬. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু
২৭. কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদীন
২৮. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? ইলিয়াস শাহী যুগে
২৯. পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয় গুপ্ত
৩০. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়
৩১. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়
৩২. ‘হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়
৩৩. হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে ছিলেন? জীমৃত বাহন
৩৪. কাকে ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয়? তেলেগু কবি পেদ্দন কে
৩৫. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি? রেহলা
৩৬. সমরখন্দে ‘জুম্মা মসজিদ’ কে নির্মান করেন? তৈমুর লং
৩৭. ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু রামানন্দ
৩৮. নানক কোথায় জন্মগ্রহণ করেন? লাহোরে
৩৯. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবীর
৪০. শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থসাহেব
৪১. গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন? গুরু অর্জুন
৪২. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন? গুরু রামদাস
৪৩. কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয়? ইলতুৎমিস
৪৪. মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? বিজ্ঞানেশ্বর
৪৫. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর
৪৬. মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন? বাবর
৪৭. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে? বিল্বগ্রামের যুদ্ধ
৪৮. খানুয়ার যুদ্ধ হয় কত সালে? ১৫২৭ খ্রিস্টাব্দে
৪৯. ‘তুজক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন? বাবর
৫০. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? তুর্কি
Important Notes Of Science :-
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর। চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।👇
1. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.
2. আলােড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী – তরলের সান্দ্রতা।
3. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।
4. জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী আলাের ব্যতিচার ধর্ম।
5. বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে — সুরশলাকায়।
6. Electric Field Intensity কী ধরণের রাশি— স্কেলার রাশি।
7. 220 ভােল্টে 110 ভােল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় — রেসিসটার (Resister)।
8. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.
9. ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে – ইনভার।
10. টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্লটিডসকে কী বলে – গ্রাভিডয়ােপ্লটিডস।
Please Subscribe My Channel And Like My Videos, Website To Motivate Me.
Click on the link below and share your friends with me.... 👇👇😊🙏😊👇👇
https://t.me/SailingShipOfpaper
https://twitter.com/paper_sailing
https://youtu.be/dOVkLeep5Z8
https://thesellingshipofpaper.blogspot.com
https://www.youtube.com/channel/UCuyxlQfjb9sh9-5gQcHzYRQ
11. এক্সোমিক্সিস, জেনােমিক্সিস, সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – সিউডােমিক্সিক।
12. পিউপার সমার্থক শব্দ কোনটি –মূককীট।
13. হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না – কোনাস আঠেরিওসাস।
14. সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই – পা।
15.মাছের চলন পেশী কী ধরণের পেশী – মায়ােটোম।।
16. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – হিমােসিল৷
17. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি – ফিলিপ্পিগ্রন্থি।
18. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি – ৩ জোড়া।
19. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে — সজীব কোশের উপস্থিতি।
20. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না – সঙ্গীকোশ।
______________
Some Important Questions of History :-
৩. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ূনকে
৪. শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ
৫. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? আদিল শাহ
৬. শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়
৭. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন? শেরশাহ
৮. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ
৯. শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত? সাসারামে
১০. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন? হিমু
১১. হলদিঘাটের যুদ্ধ আকবর সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহ
১২. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ
১৩. দ্বীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন? আকবর
১৪. ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন? আবুল ফজল
১৫. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমু
১৬. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ
১৭. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়? আকবর
১৮. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর
১৯. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর
২০. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? শেখ মুবারক
২১. সুর সাগর এর রচয়িতা কে? সুরদাস
২২. আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিলেন? বীর সিং বুন্দেলা
২৩. নুরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নেসা
২৪. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেন? অর্জুন
২৫. জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন? খুররম কে
২৬. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন? ১৬২৮ খ্রিস্টাব্দে
২৭. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? রাজমহল
২৮. শাহজাহানের শাসন কালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি? উইলিয়াম হকিন্স
২৯. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন
৩০. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? তাজমহল
৩১. কার রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহান
৩২. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লাল কেল্লা নির্মাণ করেন? যমুনা
৩৩. ময়ূর সিংহাসন লুন্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ
৩৪. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন? ঔরঙ্গজেব
৩৫. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? ওরঙ্গজেব
৩৬. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেন? গুরু তেগ বাহাদুর
৩৭. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেব
৩৮. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ওরঙ্গজেব ও শিবাজীর মধ্যে
৩৯. ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন? শিবাজী কে
৪০. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? ১৬৭৯ খ্রিস্টাব্দে
৪১. শিবাজী রাজধানী কোথায় ছিল? রায়গড়
৪২. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়? ১৬৭৪ খ্রিস্টাব্দে
৪৩. শিবাজী ‘বাঘ নখ’ দিয়ে কাকে হত্যা করেন? আফজাল খাঁকে
৪৪. কার শাসন ব্যবস্থায় ‘অষ্ট প্রধান’ নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর
৪৫. শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হতো? পেশোয়া
৪৬. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? ১৭৬১ খ্রিস্টাব্দে
৪৭. দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ।
বিভিন্ন বিষয়ের জনক :-
3. শ্রেণীকরণ বিদ্যার জনক → কারোলাস লিনিয়াস।
4. শরীর বিদ্যার জনক → উইলিয়াম হার্ভে।
5. বাংলা নাটকের জনক → দীন বন্ধু মিত্র।
6. বাংলা সনেটের জনক → মাইকেল মধুসুদন দত্ত।
7. আধুনিক রসায়নের জনক → জন ডাল্টন।
8. আধুনিক গণতন্ত্রের জনক → জন লক।
9. আধুনিক অর্থনীতির জনক → পল স্যমুয়েলসন।
10. আধুনিক বিজ্ঞানের জনক → রজার বেকন।
11. আধুনিক বাংলা সাহিত্যের জনক→মাইকেল মধুসূদন দত্ত।
12. বাংলা গদ্যের জনক→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
13. বিরাম চিন্হের জনক →ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
14. আধুনিক বাংলা চলিত রীতির জনক →প্রমথ চোধুরী।
15. বাংলা চ্যানেলের জনক→ কাজী হামিদুল হক।
16. ফেসবুকের জনক → মার্ক জুকারবার্গ।
17. মোবাইল ফোনের জনক → মার্টিন কুপার।
18. কম্পিউটারের জনক → চার্লস ব্যাবেজ।
19. ই-মেইলের জনক →রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
20. ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক → টিম বার্নাস-লি।
21. ক্যামেরা জনক → জর্জ ইস্টম্যান।
22. ল্যাবটপ জনক → বিল মোগারিজ।
23. আইফোন জনক →স্টিভ জবস।
24. ক্যালকুলেটর জনক →বেইসি প্যাসকেল।
25. ঘড়ির জনক → সি হাইজেন্স।
26. রেডিও জনক →জি মার্কনি।
27. চশমা জনক → ডেলা স্পিনা।
30. রোবট জনক → জর্জ চার্লস ডেভল।
32. মটরসাইকেল জনক →গটলির ডেলমার।
33. পিস্তলের জনক→স্যামুয়েল কোল্ট।
34. হেলিকপ্টার জনক →ইগর সিকরস্কি।
35. বিদ্যুৎতের জনক→মাইকেল ফ্যারাডে।
36. রকেট জনক →রবার্ট গডার্ড।
37. মাইক্রোফোন জনক → আলেকজান্ডার গ্রাহামবেল।
38. ইলেকট্রন জনক → জন থম্পসন।
39. জৈব রসায়নের জনক → ফ্রেডারিক উহলার।
40. আলো সাতটি বর্ণের সমষ্টি " জনক → আইজ্যাক নিউটন।
41. আলোর গতির জনক →এ মাইকেলসন।
42. এটম বোমা জনক →অটোহ্যান।
43. টাচ স্ক্রিন মোবাইল জনক → স্টিভ জবস।
44. ইন্টারনেট প্রযুক্তি জনক → লিওনারড ক্লেইনরক।
45. গুগলের জনক →সার্জেই বিন।
46. টুইটারের জনক → জ্যাক ডোরসেই।
47. মার্কেটিং জনক →ফিলিপ কোটলার।
48. ফিনান্সের জনক →এ্যারোরা।
49. হিসাব বিজ্ঞানের জনক → লুকা প্যাসিওলি।
50. এনাটমির জনক →আঁদ্রে ভেসালিয়াস।
51. ATM-এর জনক →জন শেফার্ড ব্যারন।
52. আধুনিক শিক্ষার জনক → সক্রেটিস।
53. পারমাণবিক বোমার জনক → ওপেন হেইমার।
54. বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
55. পদার্থ বিজ্ঞানের জনক → আইজ্যাক নিউটন।
56. সমাজ বিজ্ঞানের জনক → অগাষ্ট কোঁৎ।
57. হিসাব বিজ্ঞানের জনক→লুকাপ্যাসিওলি।
58. চিকিৎসা বিজ্ঞানের জনক → ইবনে সিনা।
59. দর্শন শাস্ত্রের জনক → সক্রেটিস।
60. রসায়ন বিজ্ঞানের জনক → জাবির ইবনে হাইয়ান।
61. ইতিহাসের জনক → হেরোডোটাস।
62. বিজ্ঞানের জনক→থ্যালিস।
63. মেডিসিনের জনক → হিপোক্রটিস।
64. জ্যামিতির জনক→ইউক্লিড।
65. বীজ গণিতের জনক →আল খাওয়াজমী।
66. জীবাণু বিদ্যার জনক → লুইস পাস্তুর।
67. রাষ্ট্রবিজ্ঞানের জনক → এরিস্টটল।
68. অর্থনীতির জনক →এডাম স্মিথ।
69. অংকের জনক →আর্কিমিডিস।
70. বিবর্তনবাদ তত্ত্বের জনক → চার্লস ডারউইন।
71. সনেটের জনক→পের্ত্রাক।
72. ক্যালকুলাসের জনক → আইজ্যাক নিউটন।
73. বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
74. বাংলা কবিতার জনক → মাইকেল মধুসুদন দত্ত।
75. বাংলা উপন্যাসের জনক →বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
76. ইংরেজী কবিতার জনক →জিউফ্রে চসার।
77. মনোবিজ্ঞানের জনক → উইলহেম উন্ড।
78. প্রাণী বিজ্ঞানের জনক →এরিস্টটল।
79. বাংলা মুক্তক ছন্দের জনক → কাজী নজরুল ইসলাম।
80. বাংলা চলচিত্রের জনক জনক → হীরালাল সেন।
81. বাংলা গদ্য ছন্দের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর।
82. জীব বিজ্ঞানের জনক → এরিস্টটল।
83. ভূগোলের জনক →ইরাটস থেনিস।
84. ইংরেজি নাটকের জনক → শেক্সপিয়র।
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারনে
৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? ১৮৭৫ সালে
৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুকশিয়ার
৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? ১৭৮৪ সালে
৯. বৃহৎকথা কে লেখেন? গুণাঢ্য
১০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স
১১. সগৌলির সন্ধি হয় কত সালে? ১৮১৬ সালে
১২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
১৩. বন্দীজীবন কে লেখেন? শচীন সান্যাল
১৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? ১৮৬৭ সালে
১৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? ফাঁড়কে
১৬. বন্দেমাতরাম কি? একটি ইংরেজী দৈনিক
১৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? শচীন্দ্রকুমার বসু
১৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? ১৮৮৩ সালে
১৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? ১৮৬৬ সালে
২০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ
২১. পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ
২২. কোল বিদ্রোহ হয় কত সালে? ১৮৩১ সালে
২৩. খিলাফত আন্দোলন হয় কত সালে? ১৯২০ সালে
২৪. দুদুমিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা
২৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? ১৮৬৪ সালে
২৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী
২৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশব চন্দ্র
২৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কেশব চন্দ্র
২৯. বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাই এর
৩০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব
৩১. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য
৩২. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পোদ্দন
৩৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন? প্রথম দেবে রায়ের আমলে
৩৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ
৩৫. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে ১৮০০ সালে
৩৬. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? ১৮৩৫ সালে
৩৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? ১৮৫৪ সালে
৩৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিঙ্কের আমলে
৩৯. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? ১৭৮১ সালে
৪০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস
৪১. পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস
৪২. ভার্সাই সন্ধি কত সালে হয়? ১৭৮৩ সালে
৪৩. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
৪৪. ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
৪৫. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিস এর মধ্যে
৪৬. চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? ১৭৯৩ সালে
৪৭. তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিংস এর আমলে
৪৮. পুরন্দরের চুক্তি হয় কত সালে? ১৭৭৬ সালে
৪৯. পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে
৫০. ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে? ১৭৭০ সালে।
Recent Articles :-
*ফেব্রুয়ারি, ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স*
Hallo 👋 বন্ধুরা,
স্বাগতম আপনাদের সবাইকে Sailing Ship Of Paper এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেব্রুয়ারি, ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স ।চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।👇👇
1. কোন আন্তর্জাতিক সংস্থা 'The Future of Rail' রিপাের্ট প্রকাশ করেছে?
উত্তর: International Energy Agency
2. National Salt Satyagraha Memorial and Museum সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হল ?
উত্তর: গুজরাট
3. কোন ই-ওয়ালেট কোম্পানী হােটেল বুকিং পরিষেবাটি শুরু করার জন্য হােটেল বুকিং অ্যাপ্লিকেশন "নাইটস্টে" চালু করেছে?
উত্তরঃ Paytm
4. ২০১৯ সালে কোন মিউনিসিপাল কর্পোরেশন 'স্বচ্ছতা এক্সেলেন্স পুরস্কার' এ প্রথম স্থান পেল?
উত্তরঃ ছত্রিশগড়ের রায়গড় মিউনিসিপ্যাল
কর্পোরেশন
5. ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি বয়স্ক মানুষদের জন্য অবসরভাতা প্রকল্প 'মুখ্যমন্ত্রী বৃদ্ধজন পেনশন যােজনা' চালু করেছে ?
উত্তরঃ বিহার
**(ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হল ।👇👇click on the link below and share your friends.🙏🙏 https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_85.html)
6. ২০১৯ সালে ভারতের কোন রাজ্যের কোন শহরে পঞ্চম আন্তর্জাতিক বাধ নিরাপত্তা সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ উড়িষ্যার ভুবনেশ্বর শহরে
7. 'Undaunted: Saving the Idea of India' বইটির লেখক কে?
উওরঃ প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম
8. সাধারণ শ্রেণীতে 10% রিজার্ভেশন
প্রদানের জন্য দেশের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: গুজরাট
9. Global Risk Report, 2019 কোন আন্তর্জাতিক সংস্থাটি প্রকাশ করেছে ?
উত্তর: World Economic Forum
10. 2019 সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে কোন দেশ, ইউরেনিয়ামের দীর্ঘমেয়াদি সরবরাহের চুক্তি করেছে?
উত্তর: উজবেকিস্তান
11. অর্থমন্ত্রী পিযুষ গয়াল দ্বারা উপস্থাপিত অন্তর্বর্তী বাজেট 2019-20 অনুযায়ী প্রধানমন্ত্রীর গ্রাম সাড়ক
পরিকল্পনার জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ?
উত্তরঃ 19 হাজার কোটি টাকা
12. অর্থমন্ত্রী পিযুষ গােয়লের উপস্থাপিত অন্তর্বর্তীকালীন বাজেট 2019 -20 এর প্রধান ঘােষণাগুলির মধ্যে একটি হলাে প্রধানমন্ত্রী কৃষক প্রকল্প, যার অধীনে প্রান্তিক কৃষকদের বছরে কত হাজার টাকা দেওয়া হবে?
উত্তরঃ 6000 টাকা
13. সম্প্রতি 40 হাজার কোটি টাকায় 6 টি
সাবমেরিন নির্মাণ প্রকল্প অনুমােদন করেছে।
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়
14. Global Corruption Perception
Index এ ভারতের স্থান কততম ?
উত্তর: 78 তম
_________________
Important Brand Ambassadors Name :-
2. স্বচ্ছ রেলওয়ে স্টেশন--বিন্দেস্বরী পাঠক।
3.সিকিম --এ আর রহমান
4.বন্যপ্রাণী ট্রাস্ট --দিয়া মির্জা
5.স্কিল ইন্ডিয়া--প্রিয়াঙ্কা চোপড়া
6. UNICEF--প্রিয়াঙ্কা চোপড়া
7.কিষান চ্যানেল--অমিতাভ বচ্চন
8. হেপাটাইটিস B--অমিতাভ বচ্চন
9.VIVO INDIA--আমির খান
10.স্বচ্ছ সাথী কার্যক্রম--দিয়া মির্জা
11. মা অভিযান --মাধুরী দীক্ষিত
12.আমেরিকা ট্যুরিজম --বিরাট কোহলি
13. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক--বিরাট কোহলি
14. পূর্বাঞ্চল বিকাশ কেন্দ্র--মেরি কম
15. PEPSICO--পি ভি সিন্ধু
16.নির্মল ভারত --বিদ্যা বালান
18. দরজা বন্ধ অভিযান--অমিতাভ বচ্চন
19. সিনিয়র ন্যাশনাল টেনিস প্রতিযোগিতা--এম এস ধোনি
20. MUTHUT GROUP --অমিতাভ বচ্চন
21.TITAN/SONATA--এম এস ধোনি
22. INTEX--মাধুরী দীক্ষিত
23.JUICE COMPANY/TROPICANA --ক্যাটরিনা ক্যাফ
25. রেনো ইন্ডিয়া -- রণবীর কাপুর
26. ফিল্পিস ইন্ডিয়া--বিরাট কোহলি
27. INDIGO --এম এস ধোনি
28. অস্ট্রেলিয়া ট্যুরিজম--পরিণীতি চোপড়া
29. রেডমি ইন্ডিয়া--বিরাট কোহলি
30.উবের ইন্ডিয়া-- বিরাট কোহলি
31. বেটি বাঁচাও বেটি পড়াও --মাধুরী দীক্ষিত