Current Affairs


Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্চ , ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।👇

1.Marshall Islands এই বছরে তাদের নতুন ডিজিটাল মুদ্রা   'SOV' লঞ্চ করতে চলেছে।

2.অবসরপ্রাপ্ত আইএএস অফিসার CLalsawta মিজোরামের নবনির্মিত লােকায়ুক্তার প্রথম চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন।

3.সাবেক হিন্দি সংবাদ-পরিবেশক বিনােদ কাশ্যপ ৮৮ বছর বয়সে মারা গেলেন।

4. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দিল্লির রাষ্ট্রপতি ভবনে ৪৭ জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন এবং বাকিদের প্রদান করবেন ১৬ই মার্চ।

5.বাতাস থেকে সরাসরি জল উপাদন করতে “NERO” নামে একটি ডিভাইস তৈরী করলাে IIT-মাদ্রাজ।

6.২০১৯ লোকসভা নির্বাচন শুরু হবে ১১ই এপ্রিল থেকে।

7. প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Mohammad Shtayyeh।

8. Citibank India -এর CEO পদে নিযুক্ত হলেন Ashu Khullar।

9.মিজোরামের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হলেন জগদীশ মুখী।

10.মহারাষ্ট্র সরকার নির্মাণ শ্রমিকদের জন্য সস্তা এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহের জন্য 'অটল আহার যােজনা' চালু করেছে।

বিভিন্ন বিষয়ের জনক :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/blog-post_4.html

11.ভাইজ্যাগ মেট্রো রেলওয়ে প্রেজেক্টের জন্য ৪,১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে ' Korea Exim Bank'।

12. পারমানবিক ডুবাে জাহাজের জন্য ভারত ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করলাে রাশিয়ার সঙ্গে।

13.পােলিও রােগ প্রতিরােধে কেন্দ্র সরকার লঞ্চ করলাে Pulse Polio Programme 2019।

14.সৌদি আরবের বিদেশমন্ত্রী Adel bin Ahmed Al-Jubeir নিউ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সঙ্গে সাক্ষাত করলেন।

15.Monster Salary Index অনুযায়ী ভারতের মহিলারা পুরুষদের থেকে ১৯% কম উপার্জন করেছে।

16. Barbie Role Model-এর জন্য মনােনীত হলেন দীপা কর্মকার।

17. অরুণ জেটলী প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর উল্লেখযোগ্য কিছু বক্তব্য সমন্বিত 'Sabka Saath Sabka Vikas শিরােনামে বই রিলিজ করলেন।

18.নরেন্দ্র মােদী উত্তরপ্রদেশের নয়দাতে Pandit Deendayal Upadhyaya Institute of Archaeology-এর উদ্বোধন করলেন।

19.৩৪তম “আহার”-ইন্টারন্যাশনাল ফুড এন্ড হসপিট্যালিটি ফেয়ার শুরু হলাে নিউ দিল্লীর অগ্রগতি ময়দানে।

20.স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের ২০২২ পর্যন্ত কোচ হিসাবে পুনর্নিযুক্ত হলেন Zinedine Zidane।

Some Important Questions of History :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/some-important-questions-of-history.html

21. Red Flag 2019 বায়ুসেনা অনুশীলন শুরু হলাে আমেরিকা যুক্তরাষ্ট্রে।

22. Gaganaya mission-এর জন্য ISRO-এর
বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স।

23. গৃহ ও নগর মন্ত্রালয় লঞ্চ করলাে e-Earth অ্যাপ।

24.NASA প্রথমবার *All Female Spacewalk -এর আয়োজন করতে চলেছে।

25. কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু প্রকাশ করলেন Coffee Table - Healing New High Flying For All শিরােনামে একটি বই।

26. প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Mohammad Shtayyeh।

27.Finland Boxing Tournament-এ ভারত ১টি সোনা ও ৪টি রুপোর পদক জিতলাে।

28. Republic of El Salvador-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন S. Mubarak।

29. ভারত 3rd IT corridor লঞ্চ করলাে চিনে।

30. মধ্যপ্রদেশ সরকার OBC-দের সংরক্ষণ কোটা ১৪% থেকে বৃদ্ধি করে ২৭% করলাে।

31. জাপানের একজন ১১৬ বছর বয়সী বৃদ্ধা Guinness World Records-এর তরফ থেকে World's Oldest Person Alive অ্যাওয়ার্ড পেলেন।

Impression of Sailing Ship Of Paper  https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_21.html
                         ______________

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers