Important History Questions - Answers :-








Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।


1. মাতঙ্গিনী হাজরা কে ছিলেন?
উত্তর : ৭৩ বছর বয়সের মেদিনীপুরের এক বৃদ্ধ বিধবা মহিলা।যিনি তমলুকের একটি থানা দখল করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন।

2. কে কবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৯০২ খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন।

3. ভাণ্ডার তহবিল কে গঠন করেন ?
উত্তর :সরলা দেবী চৌধুরানী গঠন করেন।

4. রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দে।

5. পুনর্গঠন আইন অনুসারে কয়টি রাজ্য গঠিত হয়?
উত্তর : ১৪টি

6. কবে জে ডি. পি কমিটি গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে জে. ডি. পি কমিটি গঠিত হয়।


7. কবে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়?
উত্তর : ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর ।

8. কে পৃথক অন্ত্রপ্রদেশ রাজ্য গঠনের দাবিতে অনশন করেন?
উত্তর : গান্ধিজি নেতা শ্রীরামালু ।

9. মাহানওয়াজ ভুট্টো কে ছিলেন?
উত্তর : জুনাগড় রাজ্যের দেওয়ান ছিলেন।
36. অল জম্মুকাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের সভাপতি কে ছিলেন?
উত্তর : সেখ আবদুল্লা।

10. হায়দ্রাবাদ কবে আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে?
উত্তর : ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি।

11. ভি. পি. মেনন কে ছিলেন?
উত্তর : স্বরাষ্ট্রসচিব।

12. কার নেতৃত্বে কবে গোয়া, দমন, দিউ দখল করা হয়?
উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দের ১৮-১৯ ডিসেম্বর জেনারেল জয়ন্ত চৌধুরীর নেতৃত্বে ।

13. লৌহ মানব কাকে বলা হত?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেলকে ।

14.. ১৯৪১ খ্রিস্টাব্দে কটি ছোটো রাজ্য ছিল?
উত্তর : ৫৬৫টি ছোটো রাজ্য ছিল।

15. সারাভারত রাজ্য জনসভা কবে গঠিত হয়?
উত্তর : ১৯২৬ খ্রিস্টাব্দে



16. রাজ্য জনসভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উত্তর : দেওয়ান বাহাদুর এম চন্দ্র রাই।

17. কাশ্মীরের রাজা কে ছিলেন?
উত্তর : হরি সিং।

18. কবে জম্মু কাশ্মীরকে ভারতভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ?
উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর

19. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

20. পেপসু কী?
উত্তর : পাতিয়ালা ও পূর্বপাঞ্জাব নিয়ে গড়ে উঠেছিল পেপসু।

21. ভীষ্ম সাহানির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর : ‘তমস’।

22. ‘A train to Pakistan’ গ্রন্থটি কার রচনা?
উত্তর : খুশবন্ত সিং-এর ।

23. প্রান্তিক মানব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : প্রফুল্ল চক্রবর্তী

24. সর্বভারতীয় কৃষাণসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কৃষাণসভা প্রতিষ্ঠিত হয়।


25. গদর পাটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লালা হরদয়াল।

                      _____________

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers