Important Notes Of Science :-
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর। চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।👇
1. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.
2. আলােড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী – তরলের সান্দ্রতা।
3. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে – ব্রেদালাইজার।
4. জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী আলাের ব্যতিচার ধর্ম।
5. বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে — সুরশলাকায়।
6. Electric Field Intensity কী ধরণের রাশি— স্কেলার রাশি।
7. 220 ভােল্টে 110 ভােল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় — রেসিসটার (Resister)।
8. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় – Torrion balance.
9. ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে – ইনভার।
10. টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্লটিডসকে কী বলে – গ্রাভিডয়ােপ্লটিডস।
Please Subscribe My Channel And Like My Videos, Website To Motivate Me.
Click on the link below and share your friends with me.... 👇👇😊🙏😊👇👇
https://t.me/SailingShipOfpaper
https://twitter.com/paper_sailing
https://youtu.be/dOVkLeep5Z8
https://thesellingshipofpaper.blogspot.com
https://www.youtube.com/channel/UCuyxlQfjb9sh9-5gQcHzYRQ
11. এক্সোমিক্সিস, জেনােমিক্সিস, সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – সিউডােমিক্সিক।
12. পিউপার সমার্থক শব্দ কোনটি –মূককীট।
13. হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না – কোনাস আঠেরিওসাস।
14. সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই – পা।
15.মাছের চলন পেশী কী ধরণের পেশী – মায়ােটোম।।
16. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – হিমােসিল৷
17. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি – ফিলিপ্পিগ্রন্থি।
18. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি – ৩ জোড়া।
19. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে — সজীব কোশের উপস্থিতি।
20. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না – সঙ্গীকোশ।
______________
0 comments:
Post a Comment