ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ

1. কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে? – তারাপুর।
2. দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত? – ডেকানট্রাপ
3.  বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? – নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
4.  বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
5.  বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।
6.  উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।
7.  দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।
8.  বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।
9.  বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
10. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers