Recent Articles
* ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স*
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি
মার্চ, ২০১৯ কারেন্ট অ্যাফেয়ার্স |চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।
1.প্রশ্নঃ অন্ধ্রপ্রদেশে ভারতীয় রেলের নতুন একটি জোন তৈরির সিদ্ধান্ত জানাল রেলমন্ত্রক। এর নাম সাউথ কোস্ট রেলওয়ে।' এটি ভারতের কততম রেল জোন ?
উত্তরঃ ১৮তম।
2.প্রশ্নঃ রেলওয়ে ইনফরমেশন সিস্টেম সেন্টার দ্বারা নির্মিত 'Railway-vision' ড্যাশবাের্ড কে চালু করেছে?
উত্তরঃ পিযূষ গোয়ল
3.প্রশ্নঃ জম্মু ও কাশ্মীরে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগগুলির জন্য কত শতাংশ রিজার্ভেশন অনুমােদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ?
উত্তরঃ 10 শতাংশ
4.প্রশ্নঃ নবনির্মিত Southern Coast Railway এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ বিশাখাপাতনমে
5.প্রশ্নঃ SBI এর পরে, কোন ব্যাংক সম্প্রতি ঋণের ওপর সুদের হার কমিয়ে 0.10% করল?
উত্তরঃ পাবি ন্যাশনাল ব্যাংক ?
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/blog-post.html
6.প্রশ্নঃ ইরানে 'মাচরান কাপে' সােনা জিতলেন কোন ভারতীয় বক্সার ?
উত্তরঃ দীপক সিং
7.প্রশ্নঃ দিল্লির ইস্কনে (ISKCON) প্রধানমন্ত্রীর উদ্বোধন করা বিশ্বের বৃহত্তম ভগবদগীতার ওজন কত?
উত্তরঃ 800 কেজি
8.প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত 'Huroon' এর শীর্ষ 10 ধনী ব্যাক্তির তালিকায় কোন ভারতীয় ব্যবসায়ী
রয়েছে?
উত্তরঃ মুকেশ আম্বানি
9.প্রশ্ন: ভারতীয় রিজার্ভ ব্যাংকের 'পাবলিক ইম্প্যাক্ট অ্যাকশন' (PCA) তালিকা থেকে পাবলিক সেক্টর এলাহাবাদ ব্যাংক এবং কোন ব্যাংককে বাদ দেওয়া হয়েছে ?
উত্তর: কর্পোরেশন ব্যাংক
10.প্রশ্ন: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) শ্রীলংকার অধিনায়ক সনাথ জয়শুরিয়াকে সব ধরনের ক্রিকেট থেকে কত বছরের জন্য বাদ দিয়েছে?
উত্তরঃ 2 বছর
11.প্রশ্ন: খেলাধুলা ও ফিটনেস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য "খেলাে ভারত মােবাইল অ্যাপ" চালু
করলেন ?
উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি
12.প্রশ্ন: কোন রাজ্য সরকার 'বাংলার শিক্ষা' নামক একটি ওয়েব পাের্টাল উদ্বোধন করেছে, যা রাজ্য
পরিচালিত এবং সাহায্য প্রাপ্ত স্কুলে রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ সরকার
Recent Articles :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/recent-articles.html
13.প্রশ্ন: তাজিকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে।
উত্তরঃ ভিরাজ সিং
_____________
0 comments:
Post a Comment