History Questions - Answers :-
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।
1. কে কবে হায়দরাবাদ দখল করেন?
উত্তর : জহরলাল নেহরু সেনাবাহিনীর সাহায্যে ১৯৪৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।
2. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুই ব্রিটিশ নাগরিকের নাম লেখো।
উত্তর : বেঞ্জামিন ব্রডলি ও ফিলিপ স্ক্র্যাট।
3. রুশ বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়?
উত্তর : ১৯১৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
4. বোম্বাইতে “Trade Union” শ্রমিক সংস্থাটি কে গঠন করে ?
উত্তর : জোসেফ ব্যাপ্তিস্তা
5. Public Safety Act কী??
উত্তর : Public Safety Act-এর অর্থ হল জন নিরাপত্তা বিল। এই বিলটি ১৯২৯ খ্রিস্টাব্দে প্রণীত হয়।
ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হল । https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_7.html
6. বেট্টি প্রথা কী?
উত্তর : বেট্টি শব্দটির অর্থ বেগার শ্রমদান।
৪. ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন?
উত্তর : মানবেন্দ্রনাথ রায় ।
9. ই. এস. এন. নাম্বুদ্রিপাদ কে ছিলেন?
উত্তর : সারা ভারতের কৃষাণসভার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাম্যবাদী বামপন্থী আন্দোলনের নেতা।
10. উত্তরপ্রদেশ বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২০ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে।
11. একতা আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর : মাদারি পাসি।
12. কৃষক শ্রমিক দলের মুখপত্র কী ছিল?
উত্তর : লাঙ্গল পত্রিকা।
13. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কখন দেখা দেয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে।
Impression of Sailing Ship Of Paper https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/blog-post_21.html
14. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তর : ১৯৩০ খ্রিস্টাব্দে শুরু হয়।
15. কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৩৪ খ্রিস্টাব্দে
16. গান্ধিবুড়ি নামে কে পরিচিত ছিল?
উত্তর : মাতঙ্গিনী হাজরা ।
17. মাষ্টারদা নামে কে পরিচিত ছিল?
উত্তর : সূর্যসেন ।
18. রানি ঝাঁসি বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর : লক্ষ্মী সেহগল।
19. কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর জারি হয়।
20. রশিদ আলি কে ছিলেন?
উত্তর : আজাদ হিন্দ বাহিনীর একজন সেনানায়ক।
জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা করা হল । https://thesellingshipofpaper.blogspot.com/2019/01/blog-post_29.html
21. পুণা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ড. B. R. Ambedkar ও গান্ধিজির মধ্যে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর
22.. কে কবে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন?
উত্তর : শ্রী নারায়ণ গুরু ১৯১৪ খ্রিস্টাব্দে ।
23.. নমঃ শুদ্রদের গুরু কাকে বলা হয় ?
উত্তর : শ্রী হরিচরণ ঠাকুরকে।
24. হোমরুল লিগ কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : অ্যানি বেসান্ত প্রতিষ্ঠা করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।
25. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর : গান্ধিজি।
________________
0 comments:
Post a Comment