Some Important Questions of History :-











Hallo বন্ধুরা,
 আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি
ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর। চাকরির
পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির
পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই
তাড়াতাড়ি দেখে নিন।


১.হুমায়ুননামা র রচয়িতা কে? বাবর কন্যা গুলবদন বেগম
২. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ
৩. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ূনকে
৪. শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ
৫. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? আদিল শাহ
৬. শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়
৭. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন? শেরশাহ
৮. সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ
৯. শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত? সাসারামে
১০. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন? হিমু
১১. হলদিঘাটের যুদ্ধ আকবর সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহ
১২. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ
১৩. দ্বীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন? আকবর
১৪. ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন? আবুল ফজল
১৫. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমু
১৬. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ
১৭. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়? আকবর
১৮. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর
১৯. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর
২০. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? শেখ মুবারক
২১. সুর সাগর এর রচয়িতা কে? সুরদাস

Recent Articles :- 👇👇

https://thesellingshipofpaper.blogspot.com/2019/02/recent-articles_8.html



২২. আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিলেন? বীর সিং বুন্দেলা
২৩. নুরজাহানের পূর্ব নাম কি ছিল? মেহেরুন্নেসা
২৪. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেন? অর্জুন
২৫. জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন? খুররম কে
২৬. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন? ১৬২৮ খ্রিস্টাব্দে
২৭. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল? রাজমহল
২৮. শাহজাহানের শাসন কালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি? উইলিয়াম হকিন্স
২৯. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন
৩০. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? তাজমহল
৩১. কার রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহান
৩২. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লাল কেল্লা নির্মাণ করেন? যমুনা
৩৩. ময়ূর সিংহাসন লুন্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ
৩৪. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন? ঔরঙ্গজেব
৩৫. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? ওরঙ্গজেব
৩৬. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেন? গুরু তেগ বাহাদুর
৩৭. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেব
৩৮. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ওরঙ্গজেব ও শিবাজীর মধ্যে
৩৯. ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন? শিবাজী কে


Please Subscribe My Channel And Like My Videos, Website To Motivate Me.
Click on the link below and share your friends with me.... 👇👇😊🙏😊👇👇

https://t.me/SailingShipOfpaper
https://twitter.com/paper_sailing
https://youtu.be/dOVkLeep5Z8
https://thesellingshipofpaper.blogspot.com

https://www.youtube.com/channel/UCuyxlQfjb9sh9-5gQcHzYRQ



৪০. ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? ১৬৭৯ খ্রিস্টাব্দে
৪১. শিবাজী রাজধানী কোথায় ছিল? রায়গড়
৪২. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়? ১৬৭৪ খ্রিস্টাব্দে
৪৩. শিবাজী ‘বাঘ নখ’ দিয়ে কাকে হত্যা করেন? আফজাল খাঁকে
৪৪. কার শাসন ব্যবস্থায় ‘অষ্ট প্রধান’ নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর
৪৫. শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হতো? পেশোয়া
৪৬. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? ১৭৬১ খ্রিস্টাব্দে
৪৭. দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ।
                      _________________

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers