কিছু গুরুত্বপূর্ণ (GK) প্রশ্ন আলোচনা করা হল ।
1. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) -এ B.TECH প্রোগ্রাম চালু করা প্রথম ভারতীয় প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: IIT Hyderabad
2. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর উচ্চমানের গবেষণা জন্য সারা বিশ্বের মধ্যে ভারতের স্থান কততম ?
উত্তর: তৃতীয়
3. Kchlo India Youth Games 2019 এ ভারতের কোন রাজ্য সর্বাধিক মেডেল জিতেছে ?
উত্তর: মহারাষ্ট্র
4. প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান সম্প্রতি কোন রাজ্যে দ্বিতীয় প্রতিরক্ষা corridor চালু করেছে ?
উত্তর: তামিলনাড়ু
5. ভারতের কেITF womens Tennis Tournament জিতলো ?
উত্তর: অঙ্কিতা রায়না
6. ১লা ফেব্রুয়ারি ২০১৯ থেকে ওড়িশার সকল হাসপাতাল ওলিতে বিনা মূল্যে স্বাথ্য পরিসেবার কথা ঘোষনা করল কে ?
উত্তর: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক
7. ভারতের সবচেয়ে দ্রুত ট্রেন "ট্রেন 18" কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে কোন দেশগুলি?
উত্তর: পেরু, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া
8. ২১শে জানুয়ারী রাজ্য দিবস পালন করল,
উত্তর: মনিপুর, মেঘালয়া, ত্রিপুরা
9. Sansad Ratna Award এ সন্মানিত হলেন
উত্তর: হিমাচল প্রদেশের MP অনুরাগ ঠাকুর
10.ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি কোন শহরে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স উদ্বোধন করলেন?
উত্তর: আহমেদাবাদ
11. এই বছর 21 থেকে 23 জানুয়ারি 'প্রবাসী ভারতীয় দিবস' কোন শহরে অনুষ্ঠিত হলো?
উত্তর: বারাণসী
12. Indian Export Import Bank কে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কত কোটি টাকা অনুমোদন করেছে।
উত্তর: 6হাজার কোটি টাকা
13. জাতীয় মানবাধিকার কমিশন NHRCএর মহাপরিচালক হিসাবে কোন সিনিয়র IPs কর্মকর্তা কে নিযুক্ত করা হয়েছে?
উত্তর: প্রভাত সিং
14. Laureus Sports Award এ মনোনীত প্রথম ভারতীয় খেলোয়াড় কে ?
উত্তর: কুস্তিগীর Vinesh Phogat
15. সম্প্রতি কে 13টি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছে?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রিসভা
16. জাল(fake) বিজ্ঞাপনের জন্য সম্প্রতি কোন কোম্পানি Google India কে আইনি নোটিশ পাঠিয়েছে ?
উত্তর: Amul
17. কোন লিমিটেড কোম্পানি মূলধনের এক চতুর্থাংশে 10 হাজার কোটি টাকা থেকেও বেশি মুনাফা অর্জন করে প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা হয়ে উঠেছে?
উত্তর: রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড
18. International Cricket Council (ICC) এর নতুন CEO কে ?
উত্তর: Manu Sawhney
0 comments:
Post a Comment