ইতিহাসের কিছু প্রশ্ন :-
1. বন্দিবাসের যুদ্ধ ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন?
- কাউন্ট ডি লালি
2. কদম কদম বাড়ায়ে যা ধোনীটি কে তোলেন?
- গুরুত্ব সিং ধীলন
- গুরুত্ব সিং ধীলন
3. সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত লেট কনসলিডেশন কমিটি থেকে কোন দলটি বেরিয়ে আসে?
- কমিউনিস্ট দল
- কমিউনিস্ট দল
4. ডালহৌসি স্কোয়ার এর বর্তমান নাম কি?
- বিবাদীবাগ
- বিবাদীবাগ
5. সারা ভারত খিলাফত কমিটি সভাপতি কে নিযুক্ত হয়েছিলেন?
- গান্ধীজি
- গান্ধীজি
6. মুসলিম লীগের লাহোর প্রস্তাবের সময় কে রচনা করেন?
- সিকান্দার হায়াত খান
- সিকান্দার হায়াত খান
7. কোন কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন?
- রিজলে কমিশনের ভিত্তিতে
- রিজলে কমিশনের ভিত্তিতে
8. বাংলার কসাই কাজী কাকে বলা হয়?
- ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে
- ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে
9. কাকে নব্য বাংলার চিত্রকলা অগ্রদূত বলা হয়?
- অবনীন্দ্রনাথ ঠাকুর কে
- অবনীন্দ্রনাথ ঠাকুর কে
10. বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন কে কে চাঁদের কলঙ্ক বলেছিলেন?
- ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়
- ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়
11. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
- সৈয়দ হুসেন বিলগ্ৰামী
12. ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি?
- তারিখ ই মোহাম্মদীয়া
13. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষকে ফরাসিরা কি নামে অভিহিত করেছিলেন?
- শত্রুর দেশ
14. রনজিত সিংহ কে কে রাজা উপাধি দিয়েছিলেন?
- আফগান অধিপতি জামান শাহ
15. পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- বালাজি বিশ্বনাথ
16. ইন্ডিয়ান পেনাল কোড় কে প্রবর্তন করেন?
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
17. বৈদিক যুগে আর্যদের সাধারণ পরিষদ কে কি বলা হত?
- সমিতি
18. আর্যদের প্রধান গৃহপালিত পশু কোনটি?
- গরু
19. কোন রাজাকে দ্বিতীয় পরশুরাম বলা হতো?
- মহাপদ্মনন্দ
20. দক্ষিণ ভারতে ফরাসিদের রাজনৈতিক প্রাধান্য শেষ হয় কোন যুদ্ধে?
- তৃতীয় কর্নাটকের যুদ্ধে
0 comments:
Post a Comment