জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন আলোচনা করা হল ।


1. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আদ্রতা নির্ণয় করা হয় তার নাম কি?  
= হাইড্রোমিটার
2. চুম্বকের দুই মেরুর সংযোগকারী কাল্পনিক রেখা কে কি বলে ?
=চৌম্বক অক্ষ
3. কোন আলোকীয় যন্ত্র অসদ বিম্ব গঠন করে ? 
= বিবর্ধক কাচ
4. দুটি তড়িৎ আধানের মধ্যে বল সম্বন্ধীয় সূত্র কে আবিষ্কার করেন? 
= কুলম্ব
5. অরনিথিন চক্র এর মাধ্যমে কোথায় ইউরিয়া  উৎপন্ন হয় ? 
= যকৃতে।
6. মানব দেহে কোশের সংখ্যা কত ?
=  ৬০,০০০ মিলিয়ন
7. অগ্নাশয়ের ওজন কত  ?
= ৬৫- ১৬০ গ্রাম ।
8. ম্যানটাল পর্দা দেখা যায় কোন পর্বের প্রাণীতে?
= অ্যানিলিডা
9. পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি ?
= মিথেন
10. গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় ?
= Mg

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers