জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন










1. গিনিপিগের শরীরে কত জোড়া সুষুম্না স্নায়ু থাকে?
উ: ৩২ জোড়া
2.কোন প্রাণীতে সবচেয়ে বেশি ডিপ্লয়েড ক্রোমোজম থাকে?
উ: চিংড়ি
3.তেল ও চর্বির মধ্যে মুক্ত অবস্থায় কার্বন কী রূপে থাকে?
উ: গ্লিসারাইড রূপে
4.শুন্য ডিগ্রি উষ্ণতায় কোন পদার্থের দ্রাব্যতা ৩৫.৭ ?
উ: সোডিয়াম ক্লোরাইড
5.আলোর পরিমানের একক কী?
উ: ল্যাক্স
6.প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিস্কার করেন?
উ: অ্যালমন ব্রাউন স্ট্রওজার
7.প্রথম মাইক্রোওয়েভ সঞ্চালন ব্যবস্থা কোন বছর শুরু হয়?
উ: ১৯৩৩ সালে
8.কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ 'স্পুটনিক-১' মহাকাশে পাঠায়?
উ: সোভিয়েত রাশিয়া
9. 'ভিটামিন' কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন?
উ: ক্যাসিমির ফ্রাঙ্ক (১৯১২ সালে)
10 .ভিটামিন B-কমপ্লেক্সে কয়টি ভিটামিন থাকে?
উ: প্রায় ১৪টি
11. ভিটামিন B1-এর রাসায়নিক নাম কী?
উ: থায়ামিন

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers