রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

সংক্ষিপ্ত  :-
1.সরকার ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। কারণ সরকার হল রাষ্ট্রের পরিচালকমণ্ডলী।
2.ভারতে শাসনবিভাগের ক্ষেত্রে একক পরিচালক এবং বহু-পরিচালমুক্তশাসনব্যবস্থাউভয়েই সংমিশ্রণ ঘটেছে বলে মনে করা হয়।
3.অ্যারিস্টটল সরকারের কাজকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা:-
(১) সিদ্ধান্ত মূলক কাজ (২) শাসনসংক্রান্ত কাজ, (৩) বিচার-সংক্রান্ত কাজ।
4.আমলা বা রাষ্ট্রকৃত্যক বলতে শাসন বিভাগের অ-রাজনৈতিক অংশ হিসেবে প্রশাসনের কাজে নিযুক্ত স্থায়ী কর্মচারীদের বোঝায়।
5.অইনসভার সার্বভৌমত্ব বলতে অইনসভার চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়।
6.রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বা এককক্ষ বিশিষ্ট হতে পারে। দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। এবং নিম্নকক্ষের নাম বিধানসভা। বর্তমানে ২৯টি রাজ্যের মধ্যে মাত্র ৫টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ টিকে আছে।
7.রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় উদারনীতিবাদের একটি সবিশেষ তাৎপর্য রয়েছে। রাষ্ট্রের কার্যাবলী এবং প্রকৃতি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হল উদারনৈতিক মতবাদ। উদারনীতিবাদের সংজ্ঞা দিতে গিয়ে হৰহাউস তার Liberalism গ্রন্থে বলেছেন, ব্যক্তিদের আত্মপরিচালনার ক্ষমতার উপর ভিত্তি করে সমাজ গঠনের আদর্শকে উদারনীতিবাদ বলে।

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers