ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন - উত্তর
1. লক্ষণ সেন এর রাজধানী কোথায় ছিল ?
- লক্ষণাবতী
2. মাৎসোন্যায় এর অবসান ঘটিয়ে ছিলেন কে?
- গোপাল
3. চর্যাপদ কোন যুগে রচিত হয়?
- পাল যুগে
4.কুটুম্বিন কাদের বলা হয়?
- রাষ্ট্রকূট দের
5. মনি মঙ্গল যুদ্ধ কবে হয়?
- 642 খ্রিস্টাব্দে
7. কুষাণ যুগের শ্রেষ্ঠ নাট্যকার কে?
- মাস
8. পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
- অনন্ত বর্মন চৌরঙ্গী
৮. বিচিত্র চিত্র নামে কে পরিচিত?
- প্রথম অমোঘবর্ষ
10. প্রাচীন ইতিহাসে কোন ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়?
- গোপালের নির্বাচনকে
11. কোন সন্ধির দ্বারা ইংরেজরা দেওয়ানী লাভ করে?
- এলাহাবাদের দ্বিতীয় সন্ধি
12. কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়?
- ১৭০০ খ্রিস্টাব্দে
13. মাল জমিনি প্রথা কে প্রবর্তন করেন?
- মুর্শিদকুলি খাঁ
14. হলদিয়া ঘাটের যুদ্ধে মোঘল সেনাপতি কে ছিলেন?
- মান সিং
15. শিবাজীর পতাকার নাম কি?
- বাগোয়ান ঝান্ডা
15. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
- লর্ড কর্ণওয়ালিশ
16. সব লাল হো জায়গা এটি কার উক্তি?
- রণজিৎ সিংহের
17. বন্দিবাসের যুদ্ধ ফরাসি পক্ষের সেনাপতি কে ছিলেন?
- কাউন্ট ডি লালি
18. সাঁওতাল বিদ্রোহের অপর নাম কি?
- হূল বিদ্রোহ বা খেয়ালি হূল
19. ওয়ারেন হেস্টিং কোন সন্ধিকে অপমানজনক শান্তি বলে অভিহিত করেছেন?
- ম্যাঙ্গালোর সন্ধি
20. কোন আইন বলে ভারতে প্রথম সুপ্রিম কোর্ট গঠিত হয়?
- রেগুলেটিং অ্যাক্ট 1775 খ্রিস্টাব্দে
21. পঞ্চ ক এর প্রবর্তন কে করেন?
- গুরু গোবিন্দ সিং
0 comments:
Post a Comment