Some Important Questions of History :-





১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল
২. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন
৩. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন
৪. দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন
৫. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন
৬. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? জয়দেব
৭. ‘পবন দূত’ এর রচয়িতা কে? ধোয়ী
৮. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী
৯. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন
১০. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তীদুর্গ
১১. রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ
১২. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন
১৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত পল্লব
১৪. বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন
১৫. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল
১৬. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আদিত্য (১ম)
১৭. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল দেব
১৮. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়
১৯. ‘গঙ্গইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল
২০. কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত? তাঞ্জোর
২১. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? রাজরাজ চোল
২২. বিলহন রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাংকদেব চরিত
২৩. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন
২৪. কম্বোজের ‘বেয়ন’ মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির
২৫. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ
২৬. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে? বরবুদুরের স্তুপকে
২৭. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির
২৮. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত? ভোপাল
২৯. চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে
৩০. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহার এর
৩১. ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশীলা
৩২. প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল? চোল
৩৩. এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি? চালুক্য
৩৪. পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? অনন্ত বর্মন
৩৫. উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোনারকের সূর্য মন্দির কে
৩৬. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? জাতক
৩৭. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন? সতের বার
৩৮. অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মামুদ
৩৯. সোমনাথ মন্দির কে লুন্ঠন করেন? সুলতান মামুদ
৪০. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? ১১৯২ সালে
৪১. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘোরী
৪২. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দপাল
৪৩. ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? আরবরা
৪৪. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক
৪৫. মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? ইলতুৎমিস
৪৬. কোন সুলতান ‘চাহেলগান’ বা ‘চল্লিশ চক্র’ গঠন করেছিলেন? ইলতুৎমিস
৪৭. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক
৪৮. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ
৪৯. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল? মুইজউদ্দিন
৫০. খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? জালালউদ্দিন খলজি
                     _________________

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers