ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হল ।







১. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে
২. রঙ্গিলা খান কে কি বলা হয়? দ্বিতীয় আকবর
৩. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর
৪. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন? ধর্মপাল ও দেবপাল দুজনেই
৫. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন
৬. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? ৭১২ সালে
৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি
৮. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? ১১৯১ সালে
৯. মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর
১০. অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন
১১. ধীমান কে? পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী
১২. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল
১৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? ১১৯২ সালে
১৪. মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে? ১৯০১ সালে
১৫. নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন
১৬. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন? কালিদাস
১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে
১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ
১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীর
২০. মিলিন্দপঞ্হ কে লেখেন? নাগসেন
২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে? কুষাণরা
২২. বজ্রসূচী কে রচনা করেন? অশ্বঘোষ
২৩. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমার গুপ্ত
২৪. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন? ১৫ বছর
২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? কালিদাস
২৬. কুমারসম্ভব কে লেখেন? কালিদাস
২৭. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগে
২৮. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট
২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন? রাজরাজ
৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন
৩১. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন
৩২. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? রাষ্ট্রকূট
৩৩. অদ্বৈতবাদের প্রবক্তা কে? শংকরাচার্য
৩৪. কিরাতার্জুনীয়ম কে রচনা করেন? ভারবি
৩৫. সিংহবিষ্নুর সভাকবি কে ছিলেন? ভারবি
৩৬. প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর
৩৭. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ
৩৮. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণু
৩৯. জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি? শৈলেন্দ্র রাজাদের
৪০. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ
৪১. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদী
৪২. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন
৪৩. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলপ
৪৪. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? বৈদিক
৪৫. বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? ঘোড়া
৪৬. অকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাব
৪৭. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন? সৈয়দ আহমেদ
৪৮. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে? ১৭৯৮ সালে
৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ
৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ড. রাজেন্দ্র প্রসাদ।
                         ________________

Share this:

CONVERSATION

0 comments:

Post a Comment

Gk Question & Answers