Recent Articles :-
1. গ্রামের অবকাঠামো নির্মাণের জন্য 'স্মাট ভিলে ক্যাম্পেইন' নামে গ্রামীণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে কোন রাজ্য সরকার?
উত্তর: পাঞ্জাৰ।
উত্তর: পাঞ্জাৰ।
2. 30তম জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ 2019, ভারতে কবে থেকে পালিত হবে ?
- 4 - 10 ফেব্রুয়ারি
- 4 - 10 ফেব্রুয়ারি
3. "The Oxford India Gandhi – Essential writings’ বইটির লেখক কে ?
- গোপালকৃষ্ণ গান্ধী।
- গোপালকৃষ্ণ গান্ধী।
4. world wetlands Day 2019 এর থিম কী?
- wetlands and climate change
- wetlands and climate change
5. 1st ফেব্রুয়ারি 2019 এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSCএর সদস্য ছিসাবে পদাধিকার গ্রহণ করলেন কে?
- রাজীব নয়ন চৌবে।
- রাজীব নয়ন চৌবে।
6. বিখ্যাত Gandhi's Dandi March কোন জাতীয় আন্দোলনের অংশ?
- Civil Disobedience Movement
- Civil Disobedience Movement
7. ভারতে শক্তি নীতির "energy policy" ক্ষেত্রে তার কর্মের জন্য কে carnot Prize 2018 অর্জন করেছে?
- পিযুষ গোয়ল
- পিযুষ গোয়ল
8. জাতীয় সপ্ট সত্যগৃহ স্মৃতিস্তম্ভ ও যাদুঘর (National Salt Satyagraha Memorial and Museum) সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে ?
- গুজরাট
- গুজরাট
9. অর্থমন্ত্রী পিযুষ গয়াল দ্বারা উপস্থাপিত অন্তর্বর্তী বাজেট 2010-20 অনুযায়ী প্রধানমন্ত্রীর গ্রাম সাড়ক পরিকল্পনার জন্য কত হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে?
- 19 হাজার কোটি টাকা।
- 19 হাজার কোটি টাকা।
10. অর্থমন্ত্রী পিযুষ গোয়লের উপস্থাপিত অন্তর্বর্তীকালীন বাজেট 2010-20 এর প্রধান ঘোষণাগুলির মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কৃষক প্রকল্পযার অধীনে প্রান্তিক কৃষকদের বছরে
কত হাজার টাকা দেওয়া হবে?
- 6000 টাকা
কত হাজার টাকা দেওয়া হবে?
- 6000 টাকা
11. সম্প্রতি 40 হাজার কোটি টাকায় ৪ টি সাবমেরিন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে কে?
- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
- প্রতিরক্ষা মন্ত্রণালয়।
12. কোন আন্তর্জাতিক সংস্থা 'The Future of Rail' রিপোর্ট প্রকাশ করেছে?
- International Energy Agency
- International Energy Agency
13. National Salt Satyagraha Memorial and Museum সম্প্রতি কোন রাজ্যে উদ্বোধন করা হল ?
- গুজরাট
- গুজরাট
14. কোন ই-ওয়ালেট কোম্পানী হোটেল বুকিং পরিষেবাটি শুরু করার জন্য হোটেল বুকিং অ্যাপ্লিকেশন "নাইটস্টে" চালু করেছে?
- Paym
- Paym
15. Global Corruption Perception Index এ ভারতের স্থান কততম ?
- 78 তম।
- 78 তম।
16. 2019 সালের বিশ্ব ক্যান্নার দিবসের থিম...?
- । am and will
- । am and will
17. ভারতের 3000-4000 মিটার উচ্চতায় লাদাখে 335 কিমি লম্বা ট্রানমিশন লাইনটি উদ্বোধন করলেন।
- প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী
- প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী
18. সম্প্রতি CBI এর পরিচালক হিসাবে নিযুক্ত হালেন ?
- ঋষি কুমার শুক্লা
- ঋষি কুমার শুক্লা
19. আর্জেন্টিনায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে - দিনাজ ভাটিয়াকে
20. ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে
- নেপালের প্রাক্তন আইনমন্ত্রী নিলম্বার আচার্যাকে ।
- নেপালের প্রাক্তন আইনমন্ত্রী নিলম্বার আচার্যাকে ।
21. জম্মুতে অল ইন্ডিয়া ইনষ্টিটিউট অব মেডিক্যাল সায়েনেস (AIIMS) এবং ভারতীয় ইনষ্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন (IIMC) সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন। - প্রধানমন্ত্ৰী নরেন্দ্র মোদি
22. কোন কেন্দ্ৰীয় মন্ত্রণালয় Urban Prosperity Festival শুরু করেছে?
- কেন্দ্রীয় হাউজিং ও নগর বিষয়ক মন্ত্রণালয়
- কেন্দ্রীয় হাউজিং ও নগর বিষয়ক মন্ত্রণালয়
23. গরু ও তাদের বাচ্চাদের সুরক্ষাসংরক্ষণ ও বিকাশের জন্য ভারত সরকার কোন কমিশনকে
অনুমোদন দিয়েছে?
- জাতীয় কামদেন কমিশন
অনুমোদন দিয়েছে?
- জাতীয় কামদেন কমিশন
24. কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রতিষ্ঠিত হবে?
- জলপাইগুড়ি
- জলপাইগুড়ি
25. সম্প্ৰতি। Civil Aviation Secretary হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
- প্রদীপ সিং খাড়লা ।
- প্রদীপ সিং খাড়লা ।
26. কোন রাজ্য সরকার সম্প্রতি নারীর কুমারীত্ব পরীক্ষা (virginity test) অপরাধ ঘোষণা করেছে?
- মহারাষ্ট্র সরকার
- মহারাষ্ট্র সরকার
27. 2019 রঞ্জি ট্রফির শিরোপা কোন দলটি জিতেছে?
- vidarbha
- vidarbha
28. এশিয়া LPG কনফারেন্স সম্প্রতি কোন স্থানে শুরু হয়েছে?
- নতুন দিল্লি
- নতুন দিল্লি
29. সম্প্রতি Axis Bank, syndicate Bank and Uco Bank এর উপর জরিমানা আরোপ করেছে।
- ভারতীয় রিজার্ভ ব্যাংক।
- ভারতীয় রিজার্ভ ব্যাংক।
0 comments:
Post a Comment