রাজ্য বাজেট ২০১৯:-
1. মাধ্যমিক উত্তীর্ণ ও যারা ৩ বছরের কর্মী হিসেবে গ্রুপ ডি-তে কাজ করেছেন তারা গ্রুপ সি-তে যাওয়ার সুযোগ পাবেন।
2. চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যত সুনিশ্চিত করার লক্ষ্যে তাদের এক্সগ্রাসিয়া ৩ লাখ টাকা করা হল।
3. চুক্তিভিত্তিক কর্মীদের আরও ২০০০ টাকা করে বাড়ানো হল।
4. গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ২০০০ টাকা করে বাড়ানো হল।
5. চা শিল্পের উপর সেস মকুৰ।
6. ২০১৯-এর ফেব্রুয়ারি থেকে অঙ্গনওয়ারি কর্মীদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ল।
7. ৫০ হাজার যুবকযুবতিকে এককালীন ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে।
8. নতুন স্কিমে ১১০০ কোটি টাকা বকেয়া কর আদায়।
9. ১০ হাজার কর্মসংস্থান হবে।
10. বিনিয়োগ হবে ১০০০ কোটি টাকা।
11. হরিণঘাটায় ফ্লিপকাটের লজিষ্টিক হাব।
12. ৪৪৫টি সংখ্যালঘু হস্টেল তৈরি হয়েছে।
13. ৭ হাজারেরও বেশি প্রাইমারি স্কুল তৈরি হয়েছে।
14. কৃষ্ণনগরে কন্যাত্রী বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে।
15. রাজ্যে ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে।
16. প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে হয়েছে ১০১
17. শিশুমৃত্যুর হার কমে হয়েছে ২৫
18. ফসলবিনা যোজনায় ২৪ লাখ কৃষক নথিভুক্ত।
19. গত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২ লাখ কৃষককে টাকা দিতে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
20. কৃষকদের ১ হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়া হয়েছে।
21. ধান দিন-চেক নিন প্রকল্পে সরাসরি টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে।
22. খাদ্যসাথী প্রকরে স্বল্পমূল্যে ৮ কোটি ৮২ লাখ মানুষকে কমদামে খাদ্য সরবরাহ করা হচ্ছে।
23. পরিকল্পনা খাতে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।
24. কর বাবদ আয় ২১ হাজার ১২৮ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৫৭ হাজার ৭০০ কোটি হয়েছে।
25. রাজস্ব ঘাটতি ৪.২৭ থেকে নেমে ২৮৩ শতাংশে দাঁড়িয়েছে।
26. ৩.৭৫ শতাংশ থেকে নেমে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ০.৯৬
27. বাংলায় শিল্পে বৃদ্ধির হার ১৬.২৯ শতাংশ।
28. GDP বৃদ্ধির হারে বাংলা ১ নম্বর স্থানে আছে।
_*_
0 comments:
Post a Comment