Political science question and answer :-
Hallo বন্ধুরা,
আপনাদের সবাইকে Sailing Ship of Paper
এ। আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Political Science এর কিছু প্রশ্ন - উত্তর। চাকরির পরিক্ষার জন্য এটা খুব গুরুত্বপুর্ন।বিভিন্ন চাকরির পরিক্ষায় এই বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তাই তাড়াতাড়ি দেখে নিন।
1.ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহনের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয় - 48 ঘন্টা।
2. পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট কে ঠিক করেন - রাজ্য সরকার
3. ভারতের প্রথম প্রধান বিচারপতি - হিরালাল জে কানিয়া।
4. ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন - গভর্নর জেনারেল।
5. কোন রাজ্যে প্রথম রাস্ট্রপতি শাসন জারি করা হয় - পাঞ্জাব।
6. প্রথম লোকসভা নির্বাচন হয় - 1952 সালে।
7. কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় - 1964 সালে।
8. Right to Information Act চালু হয় - 2005 সালে।
9. ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি - সচ্চিদানন্দ সিনহা।
10. কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে - 368 নং ধারা।
12. প্রথম সংবিধান সংশোধন করা হয় - 1951 সালে।
13. জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় - 1957 সালের 26 জানুয়ারী।
14. কাশ্মীর চুক্তি হয়েছিল - 1975 সালে।
15. 370 ধারা প্রযোয্য - জম্মু ও কাশ্মীরে।
16. জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় - 1947 সালের 26 অক্টবর।
17. জম্মু ও কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় - 1952 সালের 26 জানুয়ারী।
18. ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ্যা - 12 টি।
19. ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে? - একবার।
20. সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যাক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন - পাঁচ বছর।
Important Notes Of Science :- https://thesellingshipofpaper.blogspot.com/2019/03/important-notes-of-science.html
21. ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি - 6 টি।
22. কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে - 32 ধারা।
23. ব্যাক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন - সুর্পীমকোর্ট।
24. কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় - 1978সালে।
25. কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তরভুক্ত হয় - 1976 সালে।
26. সংবিধানের কোন অংশে কল্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ আছে - নির্দেশমুলক নীতিতে।
27. কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হওয়া যায় - 35 বছর।
28. জরুরী অবস্থা জারি করতে পারেন - রাস্ট্রপতি।
29. অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন - 2 জন।
30. সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে - তিন ধরনের।
31. এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে - তিন বার।
32. এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে - একবার ও না।
33. সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় - 61 ধারা।
34. কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন - 352 ধারা।
35. রাস্ট্রপতির কার্যকাল কতদিনের - পাঁচ বছর।
36. রাস্ট্রপতির মৃত্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন করেন - উপরাস্ট্রপতি।
37. রাজ্যসভার চেয়ারম্যান - উপরাস্ট্রপতি।
38. কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল - 1965 সালে।
39. কোন ব্যাক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য - ছয় মাস।
40. কোন প্রধান মন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেন নি - চৌধুরী চরন সিং।
41. রাজ্যসভার সর্বচ্চ সদস্য সংখ্যা - 250 জন।
42. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন - 6 বছর।
43. কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন - রাস্ট্রপতি।
44. কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন - লোকসভার স্পিকার ॥
45. কোন বিলটি সংসদে পেশের আগে রাস্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয় - অর্থবিল।
46. লোকসভার প্রথম স্পিকার - জি ভি মাভালাঙ্কার।
47. কে লোকসভা পরিচালনা করেন - লোকসভার স্পিকার।
48. সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন - 65 বছর।
49. কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান - রাজ্যপাল।
50. রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন - রাস্ট্রপতি।
51. ভারতের নির্বাচন ব্যাবস্থা মুলত কোন দেশের নির্বাচন ব্যাবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে - ব্রিটেন।
__________________
0 comments:
Post a Comment